মুন্সিগঞ্জের শ্রীনগরে একদিনে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু, এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু এবং রেললাইনের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের দেওয়ানপাড়ায় মাদকাসক্ত আব্দুর আহাদ (৩৪) বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে ছুরি দিয়ে বাবার (৬৫) ওপর হামলা করলে আবুল হোসেন (৬৫) আত্মরক্ষার্থে ছুরি কেড়ে নিয়ে বুকে ও পেটে আঘাত করেন। ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় এবং বাবাকে আটক করে।
এ ছাড়া একই দিন সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রাম থেকে মামুন কাজী (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করছে পুলিশ।
অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিসকর্মীরা ঘোলঘর রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনা আলাদাভাবে তদন্ত করা হচ্ছে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘ছেলের খুন ও বৃদ্ধের মৃত্যু স্থানীয় থানা পুলিশ তদন্ত করছে। রেললাইনের নারীর মৃত্যুর ঘটনা রেলওয়ে পুলিশ দেখছে। সবগুলো ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’