মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

টাইমস ন্যাশনাল
1 Min Read
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত। ছবি: টাইমস

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার সকালে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সারোয়ার (৪৩) ও তার মেয়ে মুসকান(৩)। তিনি ঢাকার একটি আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাম সারোয়ার তার পরিবারসহ একটি মাইক্রোবাসে করে চট্টগ্রাম শহরে বেড়াতে যাচ্ছিলেন। পথে ঠাকুরদিঘী বাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই গোলাম সারোয়ার ও তার মেয়ে মুসকান মারা যান। দুর্ঘটনায় আহত আরও চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও কাভার্ডভ্যান। ছবি: টাইমস

আহতরা হলেন, নিহতের স্ত্রী উম্মে সালমা (৩৩), ছেলে ইমতিয়াজ আহমেদ (৯), তাদের সহকর্মী সাগর (৩০) এবং চালক গিয়াস উদ্দিন (৩০)।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজু সিংহ জানান, ঘটনার পরপরই আহত চারজনকে হাসপাতালে আনা হয়। গুরুতর আহত গিয়াস উদ্দিন ও সাগরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। উম্মে সালমা ও ইমতিয়াজ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাস চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *