সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেডে উন্নীত করার দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের লেকপাড়ে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা জানিয়েছেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেড করতে হবে। চার স্তরবিশিষ্ট পদসোপান কার্যকর করতে হবে এবং সময়মতো পদোন্নতি দিতে হবে।
এ ছাড়া, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য আলাদা অধিদপ্তর গঠন করার দাবি জানান তারা।
এ সময় বক্তব্য দেন ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুশফিকুর রহমান, সিনিয়র শিক্ষক মো. আবুল কাসেম মিয়া, সহকারী শিক্ষক সোহেল গাজী, সহকারী শিক্ষক নঈম মোহাম্মদ তারেক এবং ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন প্রমুখ।