রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ছাত্র-শিক্ষক জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে একসঙ্গে ছাড়া পেয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মো. নাসির উদ্দীন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, নতুন করে ছাড়া পাওয়ারা হলেন-প্রতিষ্ঠানটির অঙ্কের শিক্ষক আশরাফুল ইসলাম (৩৭) এবং সপ্তম শ্রেণির ছাত্র কাব্য (১৩)। টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর ছাড়া পেলেন তারা।

পরিচালক নাসির উদ্দীন আরও জানান, বার্ন ইউনিটে আরও ২৬ জন চিকিৎসাধীন আছেন। তাদেরকে প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে পুরো টিমকে নিয়ে এখনো লড়ে যাচ্ছেন তারা।
এর আগে ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া এই ঘটনায় এখনো ৪৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।