রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মঙ্গলবার ঘোষণা করা হয়েছে এক দিনের রাষ্ট্রীয় শোক। হতাহতদের স্মরণে শোক পালন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এর অংশ হিসেবে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ, পাকিস্তান উভয় দলের সাথে ম্যাচ অফিসিয়ালরাও ধারণ করবেন কালো আর্ম ব্যান্ড।
সোমবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিসিবি জানায়, ২২ জুলাই শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম-সহ বিসিবির অধীনস্থ সকল ভেন্যুতেই জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সোমবার দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনারও আয়োজন করেছে বিসিবি।
সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম বলটা মাঠে গড়ানোর আগে হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনেরও ঘোষণা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক এই সংস্থাটি। এমনিতে মাঠে খেলা চলাকালীন মিউজিক বাজলেও আগামীকালের ম্যাচে থাকছে না কোনো ধরনের গান-বাজনা।
সোমবার নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। অঘোষিত এই ফাইনালের আগে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীদের স্মরণে এক মিনিট নীরবতা পালিত হয়েছে।
এর আগে এক শোক বার্তায় বিসিবি দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে। বিসিবির শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি বিসিবির গভীর সমবেদনা জানাচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের প্রার্থনা রইল।’
পৃথক এক শোক বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’