সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়টি ‘সক্রিয় বিবেচনায়’ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘মহার্ঘ ভাতার বিষয়টি আমরা সক্রিয় বিবেচনা (অ্যাকটিভলি কনসিডার) করছি। ইতোমধ্যে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে। ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এতে কিছুটা সময় লাগতে পারে।’
গত বছর সেপ্টেম্বর-অক্টোবরেও মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে সরকারের আর্থিক টানাপড়েনের কারণে তখন তা বাস্তবায়নে অগ্রগতি হয়নি। এবার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সাধারণত প্রতি পাঁচ বছর পর পর হালনাগাদ করা হয়। কিন্তু ২০১৫ সালে সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল।
বৈঠকে অর্থ উপদেষ্টা আরও জানান, এদিন এলএনজি, সার ও গমসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এসব সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।