রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মীর হোসেন (৫৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত পৌনে ৯টার দিকে মীর হোসেনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। সেইসঙ্গে শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ক্ষতিগ্রস্ত ফিলিং স্টেশনটির ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায়। তিনি পাম্পটির নিরাপত্তা কর্মী হিসেবে গত প্রায় ২০ বছর ধরে কাজ করছিলেন।
এর আগে রাত পৌনে ৮টার দিকে মহাখালীর ওই ফিলিং স্টেশনে আগুনের খবর পাওয়া যায়। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শুনতে পান আশপাশের মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়ার সময় আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।