ভারতে মন্দিরে শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে নিহত ৬

টাইমস রিপোর্ট
2 Min Read
ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে শনিবার ভোরে পদপিষ্ট হয়ে অন্তত ছ’জন মারা গেছেন। আহতের সংখ্যা ৫০ জনের বেশি।

আনন্দবাজার ডটকমের খবরে বলা হয়, শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি।

উত্তর গোয়ার এসপি অক্ষত কৌশল সংবাদ সংস্থা এএনআইকে ১৫ জন ভক্ত আহত হয়েছেন বলে জানান। ছ’জনের মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে পুলিশও। শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এসপি।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আহতদের দেখতে হাসপাতালে যান তিনি।

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা হয়। একে ‘শিরগাঁও যাত্রা’ বা ‘দেবী লাইরাই যাত্রা’ও বলা হয়। সেখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত অঙ্গারের মধ্যে দিয়ে হেঁটে যান। শতাব্দীপ্রাচীন এই যাত্রায় যোগ দেওয়ার জন্য প্রতি বছর দূরদূরান্ত থেকে মানুষ শিরগাঁওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হন সেখানে। তবে ঠিক কী কারণে কখন হুড়োহুড়ি শুরু হল, এখনও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিড়ের মধ্যে একাংশের মানুষ নিয়ন্ত্রণ হারান। তাদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। সেখান থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাকিদের মধ্যেও। স্থানীয়েরা এবং মন্দিরের স্বেচ্ছাসেবকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় পুলিশ এবং ফায়ার সার্ভিস। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, এত মানুষের জমায়েতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না সেখানে। প্রশাসনের বিরুদ্ধেও রয়েছে গাফিলতির অভিযোগ।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *