মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় এসেছে ভারতের চার সদস্যের প্রতিনিধিদল।
বুধবার রাত দশটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় প্রতিনিধিদলটি পৌঁছে।
ঢাকায় বাংলাদেশ হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, তারা দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষ পারদর্শী। তারা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালে কর্মরত। প্রতিনিধি দলের অন্য দুজন নার্স।
প্রতিনিধি দলটি বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যাবেন বলে জানা গেছে।
বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়ে মঙ্গলবার বাংলাদেশকে চিঠি দিয়েছিল ভারত। একদিন পরই তারা প্রতিনিধি দল পাঠিয়েছে। আহতদের চিকিৎসার জন্য আর কী ধরনের সহায়তা প্রয়োজন, তাও জানবে প্রতিনিধিরা। তাদের প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও বাংলাদেশে আসবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।