যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারত ও পাকিস্তানকে অবিলম্বে ‘সংঘাত বন্ধের’ আহ্বান জানিয়েছেন। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে ঘটে যাওয়া ‘ভয়াবহ সহিংসতা’ বন্ধে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘এটা খুবই ভয়াবহ। আমি দুই দেশকেই ভালোভাবে চিনি, দুই দেশের সঙ্গেই আমার ভাল সম্পর্ক রয়েছে। আমি চাই, তারা বিষয়টি সমাধান করুক। তারা পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় জড়িয়েছে, আশা করি এখন থামবে।’
ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমরা দুই দেশের সঙ্গেই খুব ভাল সম্পর্ক বজায় রেখেছি। আমি চাই এই সহিংসতা থেমে যাক।’
তিনি আরও যোগ করেন, ‘যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি অবশ্যই তা করব।’
বুধবার রাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ‘বেসামরিক নাগরিক’ নিহতের সংখ্যা বেড়ে ৩১ এবং আহতের সংখ্যা বেড়ে ৫৭ জন হয়েছে দাবি করেছে ইসলামাবাদ। ভারতের এনডিটিভি অবশ্য নিহতের সংখ্যা ৭০ বলছে। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে এক বন্দুক হামলায় ২৬ জন নিহতের জেরে পাকিস্তানে ওই হামলা চালায় ভারত।
বুধবারই ওই হামলার নিন্দা জানিয়ে ট্রাম্প একে ‘লজ্জাজনক’ আখ্যা দেন। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এ দিন ট্রাম্প আরো বলেন, ‘এটা হতাশার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে।’
খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।