রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয়া যুবক আলিনুর পাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ডেপুটি কমিশনার (ডিসি) তালিবুর রহমান।

পুলিশ জানিয়েছে, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল রাত দুইটার দিকে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল রাজুর বাসার সামনে গিয়ে মহড়া দেয়। প্রাইভেটকারে করে আসা যুবকরা অস্ত্র প্রদর্শনের পাশাপাশি দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভীতিকর অবস্থা তৈরি করে।
অস্ত্রধারী যুবকরা বাসার গেটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাংচুর করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে যুবকরা ঘটনাস্থল থেকে চলে যায়।
অস্ত্রধারীদের মহড়ার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা চলতে থাকে।
ভাটারা থানায় এ বিষয়ে মামলা হলে পুলিশ তদন্তে নামে।
ডিসি তালিবুর রহমান বলেন, ‘মামলাটির তদন্তকালে গোয়েন্দা পুলিশের টিম বাড়িটির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে। এরপর অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।’
‘বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলিনুর পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে তার ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’