ভাইরাল ছিনতাইয়ের ৪ আসামি রিমান্ডে

টাইমস রিপোর্ট
2 Min Read
মগবাজারের গ্রিনওয়ে গলিতে ছিনতাইয়ের ঘটনা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকার একটি ছিনতাইয়ের ঘটনায় ৪ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মগবাজারের গ্রিনওয়ে গলিতে গত ১৮ মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনার তদন্তে নামে। তথ্যানুসন্ধানের পর মো. সোহেল রানা, মো. জীবন ওরফে হৃদয়, মো. শামীম ও মকবুল হোসেন নামে ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ইব্রাহীম খলিল আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মগবাজারের গ্রিনওয়ে গলিতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার করা ৪ আসামি। ছবি: ডিএমপি

পুলিশ জানিয়েছে, আসামিদের মধ্যে মকবুল ছিনতাইয়ের মালামাল ক্রেতা। অপর তিন আসামি সরাসরি ছিনতাইয়ে অংশ নিয়েছে। আসামি সোহেলকে বৃহস্পতিবার কেরানীগঞ্জ থেকে এবং অপর তিন আসামিকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, ৯ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি ও মোটরসাইকেল জব্দ করা হয়।

আলোচিত ছিনতাইয়ের ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক তরুণ ব্যাগ কাঁধে হেঁটে যাওয়ার সময় তার পথ আটকায় মোটরবাইকে আসা তিনজন। বাইক থেকে দুইজন দুটি চাপাতি নিয়ে নেমে তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। চাপাতি দিয়ে তাকে আঘাত করতেও দেখা যায়। একপর্যায়ে ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে। এরপর ভুক্তভোগী বাইকের সামনের চাকা ধরে বসে পড়েন এবং ব্যাগ ফিরিয়ে দিতে অনুরোধ করেন। তখন ফের চাপাতি হাতে দুইজন বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়। মাত্র এক মিনিটের মধ্যে ছিনতাই কাজ সেরে ৩ যুবক চলে যায়।
পুলিশের অনুসন্ধানের এক পর্যায়ে গত ২৬ মে ভিকটিম মোহাম্মদ আব্দুল্লাহ রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। সে মামলাতেই ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *