‘ব্ল্যাক ম্যাজিক’ নিয়ে ‘সাইকো থ্রিলার’

টাইমস রিপোর্ট
2 Min Read
Highlights
  • ‘নাটকটির গল্প অসাধারণ, বলতে গেলে ইউনিক। এমন একটি ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও নতুনত্ব খুঁজে পাবেন।’

ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু। শব্দটা শুনলেই কেমন যেন রহস্য, ভয় আর অশুভতার আবহ তৈরি হয়। একসময় মফস্বল এলাকায় এই শব্দটি বেশি প্রচলিত থাকলেও, এখন তা শহুরে জীবনেও প্রবেশ করেছে। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী তানিন সুবাহর মৃত্যুর পরও ব্ল্যাক ম্যাজিক প্রসঙ্গ আলোচনায় আসে। যদিও এর সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এই রহস্যময় বিষয় নিয়েই এবার নাটক নির্মাণ করেছেন গুণী নির্মাতা তানিম রহমান অংশু। তার নতুন নাটকের নাম ‘নসিব’। এই নাটকে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন।

গল্প ভাবনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত পুরো কাজেই অংশু রেখেছেন নিজস্ব ছাপ। নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস।

গাঙচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তী উর্বী। সোমবার গাঙচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘নসিব’ নাটকের ট্রেলার প্রকাশিত হয়েছে। আর প্রকাশের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া মিলছে।

নাটকটি নিয়ে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘নসিব নাটকের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এই গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’

অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ, বলতে গেলে ইউনিক। এমন একটি ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও নতুনত্ব খুঁজে পাবেন।’

প্রথমবার এমন গল্পে অভিনয় করা ইয়াশ রোহান বলেন, ‘এটা আসলে একেবারেই ভিন্ন ঘরানার কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় চরিত্রে অভিনয় করতে গিয়েও নতুন অভিজ্ঞতা হয়েছে। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে। বিশ্বাস করি, দর্শকেরা মুগ্ধ হবেন।’

প্রিয়ন্তি উর্বীও জানালেন তার অনুভূতি, ‘আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পরিপূর্ণ। এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও খুব তৃপ্ত। এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

গাঙচিল ড্রামার কর্ণধার আসিফ ইকবাল জানিয়েছেন, নাটকটি প্রকাশ পাবে আগামী ১০ জুলাই, তাদের ইউটিউব চ্যানেলে। নতুন প্রজন্মের থ্রিলারপ্রেমী দর্শকদের জন্য এটি হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা–ভয়ের, প্রেমের, প্রতিশোধের আর অতিপ্রাকৃত কল্পনার এক মিশ্র অভিজ্ঞান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *