ব্রাজিলে সৈকতে লেডি গাগার কনসার্টে জনসমুদ্র

টাইমস রিপোর্ট
3 Min Read
কোপাকাবানা সমুদ্র সৈকতে লেডি গাগা । ছবি: এক্স

ব্রাজিলের রিও ডি জানেইরো শহরে কোপাকাবানা সমুদ্র সৈকতে ফ্রি কনসার্টে সংগীত পরিবেশন করলেন আমেরিকান পপতারকা লেডি গাগা। প্রায় ২১ লাখ দর্শক-শ্রোতা বিনামূল্যে খোলা আকাশের নিচে এই আয়োজন উপভোগ করেছেন। জনসমাগমের দিক থেকে ৩৯ বছর বয়সী এই গায়িকার সংগীত জীবনে সর্ববৃহৎ কনসার্ট এটাই।

রিও ডি জানেইরো শহরের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রয়াসে লেডি গাগার কনসার্ট আয়োজনে সব খরচ বহন করা হয়েছে সরকারিভাবে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে ব্রাজিলের পর্যটন খাতে ১০ কোটি ডলার আসবে।

নিজের অষ্টম অ্যালবাম ‘মেহেম’-এর প্রচারণামূলক ট্যুরের অংশ হিসেবে শনিবার কোপাকাবানা সৈকতে সংগীত পরিবেশন করেন লেডি গাগা। তার গাওয়া গানের তালিকায় ছিল– ‘অ্যাব্রাকাডাব্রা’, ‘ডাই উইথ অ্যা স্মাইল’, ‘আলেহান্দ্রো’, ‘পোকার ফেস’ প্রভৃতি।

কোপাকাবানা সৈকতে ড্রোন দিয়ে তোলা ছবিতে লেডি গাগার কনসার্টে জনসমুদ্র । ছবি: এক্স

১৩ বছর পর ব্রাজিলে প্রত্যাবর্তন করলেন লেডি গাগা। সর্বশেষ ২০১২ সালে দেশটিতে সংগীত পরিবেশন করেন তিনি। ২০১৭ সালে ‘রক ইন রিও’ উৎসবে তার গান গাওয়ার কথা থাকলেও স্বাস্থ্যের অবনতি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল হয়।

শনিবারের কনসার্টে ব্রাজিলিয়ান পতাকা সামনে রেখে লেডি গাগা বলেন, ‘তোমরা আমার জন্য অপেক্ষা করেছ, ১০ বছরেরও বেশি সময় ধরে আমার জন্য অপেক্ষা করেছ। ব্রাজিল, আমি প্রস্তুত। আমার সবকিছু উজাড় করে দেব।’

লেডি গাগার জমকালো পরিবেশনা দেখতে ব্রাজিলের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে এসেছিলেন। এজন্য শুক্রবার অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করেছে লাতাম এয়ারলাইনস, গল ও আজুল। রিও ডি জানেইরো শহরের মূল দুই বিমানবন্দর গালিও আর সান্তোস দুমোঁ তুমুল ব্যস্ত ছিল।

ভক্তরা সৈকতে সাজানো মঞ্চের সামনে যেতে শনিবার ভোর থেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। কনসার্টে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাঁচ হাজার পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন অনুষ্ঠানের আশেপাশে। মেটাল ডিটেক্টর যন্ত্রের মাধ্যমে দর্শক-শ্রোতাদের তল্লাশি করে ঢুকতে দেওয়া হয়েছে। এছাড়া ড্রোন ও মুখ শনাক্তকরণ ক্যামেরা ব্যবহার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোপাকাবানা সমুদ্র সৈকতে সংগীত পরিবেশন করছে লেডি গাগা । ছবি: এক্স

কনসার্টে বিভিন্ন মুহূর্তে লেডি গাগাকে ব্রাজিলের-থিমযুক্ত পোশাকে দেখা গেছে, যেগুলোতে রয়েছে সেলেসাওদের জার্সির অনুপ্রেরণা। তার ভক্তদের ডাকা হয় ‘লিটল মনস্টার্স’ নামে। অনুষ্ঠানের শেষ প্রান্তে তাদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা মনস্টার, আর মনস্টাররা কখনো মরে না।’ এরপর নিজের বিখ্যাত গান ‘ব্যাড রোম্যান্স’ গেয়ে কনসার্ট শেষ করেন তিনি।

কোপাকাবানা সৈকতে বিনামূল্যে খোলা আকাশের নিচে কনসার্টের ঘটনা এটাই প্রথম নয়। ২০২৪ সালের মে মাসে একই ভেন্যুতে সংগীত পরিবেশন করেন আমেরিকান পপতারকা ম্যাডোনা। সেই অনুষ্ঠানও হয়েছিল সরকারি অর্থায়নে। কনসার্টে অংশগ্রহণ করেন মোট ১৬ লাখ মানুষ। এটাই ছিল তার ক্যারিয়ারে দর্শক-শ্রোতাদের বৃহৎ উপস্থিতি।

২০১৬ সালে রিও ডি জানেইরোতে অলিম্পিক আয়োজন করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে শহরটি। হোটেল, পানশালা ও রেস্তোরাঁ ব্যবসাসহ পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ম্যাডোনার পর লেডি গাগার ফ্রি কনসার্ট আয়োজন করলো দেশটির সরকার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *