বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) চাকরিচ্যুতদের একটি বিক্ষোভ মিছিল রাজধানীর হাইকোর্টের সামনে পুলিশের বাঁধায় ছত্রভঙ্গ হয়ে গেছে। পুলিশের লাঠিপেটা ও টিয়ার শেলে নিক্ষেপে এ সময় কয়েকজন আহত হন।
পুলিশ বিক্ষোভকারীদের হটাতে এক পর্যায়ে জলকামানও ব্যবহার করে। এ সময় সচিবালয়ের সামনের সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থল থেকে টাইমস অব বাংলাদেশের প্রতিবেদক জানান, বেলা পৌনে দুইটার দিকে চাকরিচ্যুত বিজিবির সদস্যদের একটি বিক্ষোভ মিছিল শিক্ষাভাবনের সামনে পুলিশ ব্যারিকেডে বাধার মুখে পড়ে।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে এগুতে চাইলে পুলিশ দফায় লাঠিপেটার পাশপাশি টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় জলকামান থেকে পানি ছুঁড়ে তাদের হটিয়ে দেয়।
টিয়ার গ্যাসের ধোঁয়ায় সচিবালয়ের সামনের সড়ক ছেয়ে যায়। পুরো এলাকায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল।