জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সংগীতশিল্পী এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার ছয় বছরের সংসারের ইতি ঘোষণা দেন। সেখানে তিনি স্বামী মো. গোলাম মোহাম্মাদ গহীন দুজনে মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি আরও লেখেন, তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন ছিল। তবে পুরো বিষয়টি অস্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গহীন। সেখানে তিনি দাবি করেন কনার সঙ্গে তার বিচ্ছেদ হয়নি।
মুছে ফেলা সে ফেসবুক পোস্টে গহীন লেখেন, যারাই কনা নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমি গোলাম মো. ইফতেখার বলছি, এখন পর্যন্ত দিলশাদ নাহার কনাকে নিয়ে যা লিখছেন তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো।
আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুইজনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি কোনোদিন আলাদা হতে হয় তার কারণ আমাদের বহুদিন চলে আসা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে।
রাতে স্ট্যাটাসটি দেওয়ার ঘণ্টা দুয়েক পরে অবশ্য গহীন এ স্ট্যাটাসটি সরিয়ে নেন।
সাত বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বিয়ের কয়েক মাস পরে এ খবর কনা প্রকাশ্যে আনেন।