তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সিরিজের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন ফিরতি এই সফরের দলেও রাখা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদিদের। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজের দলেও ছিলেন না তারা। নেতৃত্বে আছেন সালমান আলী আঘা।
বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সিরিজের দল থেকে এসেছে বেশ কিছু পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। ডান কাঁধে সার্জারি করিয়েছেন শাদাব, আর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় দলে রাখা হয়নি হারিসকে। এছাড়া পাকিস্তানের সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী। সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফর্ম করে দলে ডাক পেয়েছেন সালমান মির্জা।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।
পাকিস্তান স্কোয়াড: সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।