বাফা প্রশাসকের অপসারণ দাবিতে আলটিমেটাম

টাইমস রিপোর্ট
3 Min Read
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Highlights
  • ‘প্রশাসককে ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা দেওয়া হলেও, ইতোমধ্যে ৭০ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু নির্বাচনের তফসিলই ঘোষণা করেননি প্রশাসক। তিনি দীর্ঘদিন বিদেশে ছুটিতে থাকায় বাফার কার্যক্রম ব্যাহত হয়।‘  

দেশের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনে (বাফা) নিযুক্ত প্রশাসককে অপসারণ এবং নির্বাচিত পরিচালনা পর্ষদ পুনর্বহালের দাবি জানানো হয়েছে। সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির আলটিমেটাম দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান সংগঠনের সদস্যরা।

বাফার সাবেক সভাপতি কবির আহমেদ বলেন, ‘গত জুন মাসে বাফার নির্বাচিত পরিচালনা পর্ষদকে নিয়মবহির্ভূতভাবে বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।’

প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ১৭ ধারা লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আইনটিতে কিছু পরিবর্তন আনার দাবিও জানিয়েছেন কবির আহমেদ।

লিখিত বক্তব্যে বাফা সদস্য মোহাম্মদ নূরউদ্দিন বলেন, ‘এই সংগঠনের মূল কাজ হলো সদস্যদের স্বার্থে সরকারের সঙ্গে নীতিগত ইস্যুতে অ্যাডভোকেসির মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। কিন্তু একজন সরকারি কর্মকর্তা প্রশাসক হিসেবে থাকায় সংগঠনের লক্ষ্য বিচ্যুতি ও স্বার্থহানি ঘটছে।’

তিনি জানান, বাফার পরিচালনা পর্ষদের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তারা কোনো পারিশ্রমিক নেন না। কিন্তু ডিরেক্টরেট অব ট্রেড অর্গানাইজেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রশাসক সংগঠনের তহবিল থেকে বেতন নেন এবং সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। ফলে এখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, ‘প্রশাসককে ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা দেওয়া হলেও, ইতোমধ্যে ৭০ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু নির্বাচনের তফসিলই ঘোষণা করেননি প্রশাসক। তিনি দীর্ঘদিন বিদেশে ছুটিতে থাকায় বাফার কার্যক্রম ব্যাহত হয়।‘

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট এই বাণিজ্য সংগঠনের মোট সদস্য সংখ্যা ১ হাজার ১৮৮ জন। দেশের প্রায় শতভাগ আমদানি-রপ্তানি কার্যক্রম বাফা সদস্যদের মাধ্যমেই সম্পন্ন হয়। এই সংগঠনের কার্যপরিধির মধ্যে কাস্টমস, বন্দর, বাংলাদেশ ব্যাংক, এয়ারলাইনস, শিপিং লাইন, সদস্যদের লাইসেন্স নবায়ন, এনলিস্টমেন্ট, সদস্যপদ প্রদান প্রভৃতি উল্লেখযোগ্য। এসব কাজের জন্য নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফা সদস্য কামাল হোসাইন, ওবায়দুল হক, মফিজুর রহমান, হাসান আহমেদ কামাল প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে বাফা প্রশাসক নাসরিন সুলতানার সঙ্গে যোগাযোগ করে দ্য টাইমস অব বাংলাদেশ। তিনি বলেন, ‘অনিয়ম হয়েছে জন্যই মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমি এখানে নিজে থেকে আসিনি। আমাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি পারিবারিক কারণে ছুটিতে ২০ দিন বিদেশ ছিলাম। কিন্তু অনলাইনে প্রাত্যহিক সব কাজ চলমান রেখেছি। কোনো কাজ একদিনের জন্যও আটকে ছিল না।’

বাফার সাবেক সভাপতি আওয়ামী লীগ সরকারের সময় টানা চার মেয়াদ দায়িত্বে থেকে সদস্যদের অনুমোদন ছাড়াই সংগঠনের অর্থ নয়ছয় করেছেন বলেও অভিযোগ করেছেন নাসরিন সুলতানা।

তিনি জানান, এজিএম ছাড়াই বেশি দামে জমি কেনাসহ তার বিরুদ্ধে অনেক অনিয়ম-দুর্নীতির অভিযোগ আছে। এসব খতিয়ে দেখা হচ্ছে বলে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা চলছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *