বনশ্রীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে তেলের লরির ধাক্কায় ইমন আলী (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে বনশ্রী ফরাজি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানিয়েছেন, ইমনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার খুদে বাউসিয়া গ্রামে। তিনি খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন। পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইমন ঢাকার এক ঠিকাদারের কয়েকটি নির্মাণ প্রকল্পে কাজ করতেন।

ইমনের বন্ধু ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির চালক মো. হাবিবুর রহমান জানান, তারা ত্রিমোহনী থেকে মোটরসাইকেলে তেজগাঁও যাচ্ছিলেন। পথে বনশ্রীর ফরাজি হাসপাতালের সামনে পৌঁছলে একটি রিকশার সাথে ধাক্কা লেগে দুজনই পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি তেলের লরি ইমনকে চাপা দেয়।

ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ফরাজি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টা দিকে ইমনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প কর্মকর্তা (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।’

ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *