বদলে গেল ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম

টাইমস রিপোর্ট
1 Min Read
পহেলা বৈশাখে 'মঙ্গল শোভাযাত্রা'। ছবি: ইউকিপিডিয়া

পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামকরণ করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে, পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদ্‌যাপনের বিভিন্ন তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে প্রতিবছর পয়লা বৈশাখে হাজার হাজার নারী-পুরুষের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আসছে। শুরুতে এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’।

তবে ১৯৯০ এর এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করারা আহ্বান জানিয়ে এর নাম করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’।

২০১৬ সালের ৩০ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা– ইউনেসকো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে।

 

 

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *