চলতি সেপ্টেম্বরের শেষের দিকে ফিলিস্তিনকে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বীকৃতি দেবে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট এ কথা ঘোষণা করেছেন।
আল জাজিরার ব্রেকিং নিউজে বলা হয়, একই সঙ্গে তার দেশে ইসরায়েলের উপর ১২টি ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রেভোট লিখেছেন, ‘ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম দ্বারা স্বীকৃত হবে! আর ইসরায়েল সরকার বিরুদ্ধে আরোপ করা হবে কঠোর নিষেধাজ্ঞা।’
ম্যাক্সিম প্রেভোট বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
তিনি আরও বলেন, ‘বেলজিয়াম ইসরায়েলের উপর যে ১২টি “কঠোর নিষেধাজ্ঞা” আরোপ করবে, তার মধ্যে বসতিতে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং “ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে সরকারি ক্রয় নীতির পুনঃমূল্যায়ন” অন্তর্ভুক্ত থাকবে।’
প্রেভোট জানান, ‘গাজার মানবিক ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে,’ তার এই ঘোষণা।
গত জুলাইয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে বেলজিয়ান আইনজীবীরা ইসরায়েলি দুই সেনার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ আনেন।
এর আগে, জুলাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ঘোষণা করেছিলেন, ফ্রান্স জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
এছাড়া বেশ কিছু দেশও একইরকম ঘোষণা করলেও কিছু দেশ আবার ফিলিস্তিনের স্বীকৃতির জন্য শর্ত আরোপের ইচ্ছা প্রকাশ করেছে।
জাতীসংঘের ওই বৈঠক ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
গত এপ্রিলে জাতিসংঘ সদস্যদের ৭৫ শতাংশ প্রতিনিধিত্বকারী ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বেলজিয়ামের ঘোষণা এমন সময় এলো, যখন ইসরায়েলে গাজা যুদ্ধের ফলে অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং এক লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন।