চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হেঁয়াকো বাজারে এ সংঘর্ষে অন্তত তিনজন আহত হন।
স্থানীয়রা জানিয়েছেন, সরকারি জায়গা দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী সমর্থিত ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন গ্রুপ।
অভিযোগ রয়েছে, মানববন্ধন চলাকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর সমর্থিত ফটিকছড়ি যুবদলের সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হায়দার বিপ্লবের নেতৃত্বে এ হামলা হয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
ঘটনার সময় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন এবং দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানান তারা।
স্থানীয় ওয়ার্ড সদস্য মো. কামাল বলেন, ‘মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।’
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যাদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছিল তারাই হামলা চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। জরুরি অবস্থা জারির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।’