প্রেস কাউন্সিলের সদস্য হলেন ইউজিসি সচিব ফখরুল

টাইমস রিপোর্ট
1 Min Read
বাংলাদেশ প্রেস কাউন্সিলের ২১তম কাউন্সিলে সদস্য মনোনীত ইউজিসির সদস্য সচিব মো. ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রেস কাউন্সিলের ২১তম কাউন্সিলে সদস্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব মো. ফখরুল ইসলাম।

প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ৪(৩)(ডি) ধারা অনুযায়ী ইউজিসির প্রতিনিধি হিসেবে দুই বছরের জন্য তাকে এ মনোনয়ন দেওয়া হয়। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক শামসুল আরেফিন এমন তথ্য জানিয়েছেন।

সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার পর ইউজিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফখরুল ইসলাম।

তিনি আশা প্রকাশ করেন, দেশের সাংবাদিকতার মানোন্নয়নে প্রেস কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি এর আগে কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটি বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন।

তিনটি গ্রন্থের প্রণেতা  ফখরুল ইসলামের অসংখ্য প্রবন্ধ বিভিন্ন স্বীকৃত জার্নাল ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিঙ্গাপুর) ও এসডিসি ফেলোশিপ প্রোগ্রামের আওতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *