প্রতিষেধকের অভাবে ঠাকুরগাঁওয়ে সাপের ছোবলে মৃত্যু বাড়ছে

টাইমস রিপোর্ট
1 Min Read
ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি: টাইমস

ঠাকুরগাঁওয়ে গত দুই সপ্তাহে সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীসহ ৫ জন মারা গেছেন। জেলা হাসপাতালে পর্যাপ্ত সাপের বিষের প্রতিষেধক (এন্টিভেনম) না থাকায় সাপে কাটা রোগীর মৃত্যু বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ওই পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন জানান, এন্টিভেনমের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হয়েছে।  শিগগিরই সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে সাপের কামড়ে মারা যায় আরেক স্কুল শিক্ষার্থী-তারেক রহমান৷ আর শুক্রবার রাতে দিনাজপুরের দশমাইলে বিষধর সাপের কামড়ে মারা যায় সাদিকুল ইসলাম (১২) নামের এক কিশোর।

নিহতদের স্বজনের অভিযোগ, স্থানীয় হাসপাতালে এন্টিভেনম না থাকায় দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার সময় মারা যায় সাদিক।

নিহতর বাবা ইসরাইল উদ্দীন আহাজারি করে বলেন, ‘চিকিৎসা না থাকলে হাসপাতাল রাখার কি দরকার! চিকিৎসার অভাবে আমার সন্তানটা মারা গেল৷ যদি এন্টিভেনম দিত তাহলে বেঁচে যেত।’

স্কুল শিক্ষার্থীদের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তাদের শিক্ষকেরা। প্রাণঘাতী এ সংকট দ্রুত নিরসনে প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনমের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

 

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *