জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম আবারও চালু হয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে হাসপাতালটি পুনরায় সেবা কার্যক্রমে ফিরল।

হাসপাতালের একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আমরা সকাল থেকে হাসপাতালে আছি। রোগীরা আসছেন, চিকিৎসা নিচ্ছেন। যাদের ভর্তির প্রয়োজন তাদের ভর্তি করা হচ্ছে। সকাল ৮টা থেকে ইনডোর, আউটডোরসহ সব সেবা চালু হয়েছে। প্রায় সব কর্মী উপস্থিত রয়েছে।
গত ২৯ মে হাসপাতালে চিকিৎসাধীন ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় চিকিৎসাসেবা। ওইদিন সকালে কর্মচারীরা কর্মবিরতিতে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। পরে দুপুরে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সম্পূর্ণ স্বাভাবিক হতে সময় লাগে বিকাল পর্যন্ত।
সে সময় নিরাপত্তার দাবিতে চিকিৎসক ও কর্মচারীরা মঙ্গলবার পর্যন্ত কর্মবিরতি পালন করেন। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর।
এই সেবাবিরতিতে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। নানান দেন দরবারের পরে ৪ জুন চালু করা হয় জরুরি বিভাগ। সর্বশেষ গত পরশু বৃহস্পতিবার বহির্বিভাগ চালু করা হয়। আজ থেকে শুরু হয়েছে পুরোপুরি সেবা কার্যক্রম।