পিআর পদ্ধতি ছাড়া বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
মঙ্গলবার বিকালে রাজধানীর রায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এ সমাবেশ করে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যদি কোন অশুভ চক্র বা জ্বিন আপনার ঘাড়ে ভর করে চাপ প্রয়োগে অপূর্নাঙ্গ ঘোষণাপত্র পাঠ করিয়ে থাকে, তবে আপনাকে মনে করাতে চাই আমরা রাজপথ এখনো ছেড়ে যাইনি।’
চরমানোই পীর আরো বলেন, ‘যতক্ষণ পর্যন্ত দেশে সুন্দর পরিবেশ ফিরে না আসে, গণহত্যার বিচার ও সংস্কার না হয়, ততক্ষণ রাজপথ ছাড়বো না। বাংলাদেশে ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেটি সংস্কারই প্রধান সংস্কার। ৯১ টি দেশের মতো এদেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। পিআর চালু করা দেশগুলোতে শান্তি বিরাজ করছে।’
তিনি দাবি করে বলেন, ‘অনেকে পিআর পদ্ধতির বিরোধিতা করলেও আমরা জরীপে দেখেছি ৭১ শতাংশ মানুষ এ পদ্ধতিকে সমর্থন করেছে। এ পদ্ধতি বাস্তয়বান করলে পেশিশক্তি, চাঁদাবাজি এবং বিভিন্ন পর্যায়ে গুন্ডাদের তান্ডব বন্ধ হবে।’
সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনূস আহমাদসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে চরমোনাই পীরের নেতৃত্বে একটি মিছিল বের হয়।