পাহেলগামের ঘটনায় ফাওয়াদের প্রত্যাবর্তন অনিশ্চিত

টাইমস রিপোর্ট
6 Min Read
‘আবির গুলাল’ ছবির দৃশ্যে বাণী কাপুর ও ফাওয়াদ খান । ছবি: অ্যা রিচার লেন্স এন্টারটেইনমেন্ট)

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড মিশন এখন অনিশ্চিত। দীর্ঘ ৯ বছর পর নতুন হিন্দি ছবি ‘আবির গুলাল’-এ অভিনয় করেছেন তিনি। কিন্তু জম্মু-কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকা রক্তাক্ত হওয়ার ঘটনায় এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত।

এ কারণে ছবিটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। শুধু তাই নয়, পাহেলগামের ঘটনায় পাকিস্তানি শিল্পীদের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারির দাবিও তুলেছে ভারতের বিনোদন অঙ্গনের কয়েকটি সংগঠন।

আগামী ৯ মে ভারতে বড় পর্দায় ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা। কিন্তু সেই সম্ভাবনা এখন ক্ষীণ। ছবিটিতে ফাওয়াদ খানের বিপরীতে অভিনয় করায় রোষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। তাকে কটাক্ষ করেছেন অনেকে। কেউ কেউ তার ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। ৩৬ বছর বয়সী এই নায়িকাকে বয়কট করার ডাক ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

‘আবির গুলাল’ ছবির দৃশ্যে বাণী কাপুর ও ফাওয়াদ খান । ছবি: অ্যা রিচার লেন্স এন্টারটেইনমেন্ট

এ নিয়ে প্রতিক্রিয়া দেখাননি বাণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘পাহেলগামে নিরীহ মানুষদের ওপর হামলার পর থেকে আর ভাষা খুঁজে পাচ্ছি না। আমি স্তম্ভিত ও মানসিকভাবে বিপর্যস্ত। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’

শুধু বাণী কাপুর নন, আরতী এস বাগড়ি পরিচালিত ‘আবির গুলাল’ ছবিতে ফাওয়াদ খানের সঙ্গে কাজ করায় বলিউড অভিনেত্রী রিধি দোগরা একইভাবে কটাক্ষের শিকার হয়েছেন। তিনি অবশ্য এর পাল্টা জবাব দিয়েছেন। একইসঙ্গে পহেলগামে হত্যালীলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ৪০ বছর বয়সী এই নায়িকা।

সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন রিধি দোগরা। তার মতে, আইনি কাঠামোর মধ্যেই পাকিস্তানি শিল্পীর সঙ্গে একই ছবিতে যুক্ত হয়েছেন তিনি। তার ভাষ্য, ‘সরকারি অনুমতি ছিল বলেই কাজ করেছি। আমি আইন ও নিয়ম মেনে চলি। তবে এটাও জানি, একটি সুস্থ সভ্যতার জন্য শান্তি ও সম্প্রীতি গুরুত্বপূর্ণ। যা ঘটেছে তাতে আমরা সবাই রাগান্বিত। আমি অন্য সবার মতোই। আমারও রাগ হচ্ছে। বলাবাহুল, বারবার একই জায়গা থেকে সন্ত্রাসবাদ আসছে। তারা মানবতা ও বিশ্বাসকে ধ্বংস করছে। মানবতার নামে দানবদের প্রতি করুণা দেখানো বন্ধ করার সময় এসেছে। ভারতের পক্ষে দাঁড়ান।’

রিধি দোগরা । ছবি: ফেসবুক

‘আবির গুলাল’ নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই মহারাষ্ট্রে রাজনৈতিক মহলে তীব্র বিরোধিতার সম্মুখীন হচ্ছেন ফাওয়াদ খান থেকে শুরু করে সংশ্লিষ্টরা। পাকিস্তানিদের আবারও কাজের সুযোগ পাওয়া নিয়ে চাপা অসন্তোষ ছিল বলিউডে। পাহেলগামের রক্তক্ষয়ী সন্ত্রাসবাদী হামলার ঘটনা সেটি আরো উসকে দিয়েছে। ভারতীয় চলচ্চিত্রের পেশাদার কর্মী ও টেকনিশিয়ানদের ৩২টি পৃথক সমিতির সংস্থা ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ পাকিস্তানি সব ধরনের শিল্পীদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। তাদের সদস্য সংখ্যা পাঁচ লাখের বেশি। ‘আবির গুলাল’ যাতে ভারতে মুক্তি না পায় সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এফডাব্লিউআইসিই সভাপতি বিএন তিওয়ারি।

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক সমিতির সভাপতি অশোক পণ্ডিত বলেন, ‘পাহেলগামের ঘটনা জাতির বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত। আমরা একটি ফেডারেশন হিসেবে পাকিস্তানিদের সঙ্গে কাজ না করার জন্য হাতজোড় করছি। শিল্পী নয়, জাতি আগে।’

বাণী কাপুর। ছবি: ফেসবুক

গুঞ্জন ছড়িয়েছে, ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘আবির গুলাল’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কট আবির গুলাল’ হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে। পাহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাহেলগামে সন্ত্রাসী হামলার পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘আবির গুলাল’ ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হতে পারে। কারণ চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে প্রেক্ষাগৃহ মালিক ও পরিবেশকরা দর্শকদের গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেক প্রেক্ষাগৃহ মালিক ভয়ে পাকিস্তানি অভিনেতার ছবিটি চালাতে অনিচ্ছুক।

তবে বলিউড অভিনেত্রী দিয়া মির্জা বলিউডে ফাওয়াদ খানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। পাক তারকার প্রতি সমর্থন জানিয়ে এক সাক্ষাৎকারে তার অভিমত, ‘শিল্পকে কখনোই ঘৃণার মঙ্গে মেশানো উচিত নয়।’

৪৩ বছর বয়সী দিয়া বলেছেন, ‘শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিস্থিতি আছে কিনা সেটি একটি রাজনৈতিক প্রশ্ন। আমি সবসময় বিশ্বাস করে এসেছি, শিল্প হলো শান্তি ও সম্প্রীতির মাধ্যম। সেটাই হওয়া উচিত। আমাদের কখনোই শিল্প ও খেলাধুলাকে ঘৃণার সঙ্গে মেশানো উচিত নয়। ফাওয়াদ আবারও বলিউডে ফিরেছেন, এটা অবশ্যই ভাল দিক।’

জম্মু-কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকায় গত ২২ এপ্রিল পাঁচ-ছয় জন জঙ্গি নিরীহ বেসামরিক নাগরিক ও পর্যটকদের লক্ষ্য করে হামলা চালায়। এ ঘটনায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে লশকর-ই-তাইয়েবা। এ ঘটনায় প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি ফেটে পড়েছেন বলিউড ও দক্ষিণী তারকারা।

ফাওয়াদ খান । ছবি: ইনস্টাগ্রাম

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাওয়াদ লিখেছেন, ‘পাহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ হামলার খবরে আমি গভীরভাবে শোকাহত। ভয়াবহ ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করি। নিহতদের পরিবার যেন এই কঠিন সময়ে মানসিকভাবে শক্তি পান সেই কামনা করছি।’

বলিউডে অনিল কাপুর প্রযোজিত ও শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘খুবসুরত’ (২০১৪) ছিল ফাওয়াদ খানের প্রথম চলচ্চিত্র। এরপর করণ জোহর প্রযোজিত ও শাকুন বাত্রা পরিচালিত ‘কাপুর অ্যান্ড সানস’ (২০১৬) ছবিটিও দর্শকপ্রিয়তা পেয়েছে। করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (২০১৬) ছবিতেও দেখা গেছে তাকে। তার সুবাদেই ‘আবির গুলাল’ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ৪৩ বছর বয়সী এই অভিনেতার প্রত্যাবর্তন নিয়ে ভক্তরা উচ্ছ্বসিত থাকলেও সেটি আদৌ সম্ভব কিনা সময়ই বলে দেবে।

২০১৬ সালে উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ জন ভারতীয় সেনার প্রাণহানির পর পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ কারণে অনেক পাকিস্তানি তারকার জন্য বলিউডের দুয়ার বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ২০১৯ সালে পুলওয়ামা সন্ত্রাসী হামলায় ৩৫ জন আধাসামরিক সদস্য নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানি শিল্পীদের ওপর থেকে নিষেধাজ্ঞার খড়্গ আর কাটেনি। সম্প্রতি কূটনৈতিক জট কেটে যাওয়ায় পরিস্থিতি বদলাতে শুরু করে। কিন্তু আবারও পাক তারকারা নিষিদ্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *