পারভেজ হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

টাইমস রিপোর্ট
3 Min Read
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত
Highlights
  • বুধবার র‍্যাব-১৩ গাইবান্ধা জেলার শাহপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মামলার এক নম্বর আসামি মেহেরাজ ইসলামকে। তিনি ভবানীপুর গ্রামে এরশাদ হোসেনের বাড়িতে অবস্থান করছেন বলে জানতে পেরে বুধবার বিকেলে র‍্যাব সেখানে হানা দেয়।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। অন্যদিকে পুলিশ গ্রেপ্তার করেছে এ মামলার আরেক আসামি মাহাথির হাসানকে (২০)। এ নিয়ে মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হলো।

বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী জাহিদুর রহমান পারভেজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বুধবার র‍্যাব-১৩ গাইবান্ধা জেলার শাহপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মামলার এক নম্বর আসামি মেহেরাজ ইসলামকে। তিনি ভবানীপুর গ্রামে এরশাদ হোসেনের বাড়িতে অবস্থান করছেন বলে জানতে পেরে বুধবার বিকেলে র‍্যাব সেখানে হানা দেয়।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন মেহেরাজ ইসলামকে গ্রেপ্তারের তথ্য। আসামিকে ঢাকায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র মেহেরাজের পিতার নাম নুরুর ইসলাম সরদার। ঢাকায় মহাখালী হাজারীবাড়ী এলাকায় তাদের বসবাস। পারভেজ হত্যা ঘটনার পর মেহেরাজ ঢাকা ছেড়ে পালিয়ে যান। তিনি একাধিক নিকট আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। সর্বশেষ গাইবান্ধায় তার অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব অভিযান চালায়।

চট্টগ্রাম থেকে মাহাথির হাসান নামের আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

এদিকে চট্টগ্রাম থেকে মাহাথির হাসান নামের আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, পারভেজ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মাহাথির হাসানকে বুধবার চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বনানী থানা পুলিশ বুধবার সকালে হালিশহর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায় চট্টগ্রামে। হালিশহরের আজাদ টাওয়ার এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাহাথিরকে। পারভেজ হত্যা মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি মাহাথির।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজী। ছবি: সংগৃহীত

এর আগে সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলা থেকে র‍্যাব গ্রেপ্তার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজীকে। তিনি এ মামলার অন্যতম আসামি। তাকে বুধবার ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার সকালে এই হত্যা মামলায় আরও তিন জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া ইউনিয়ন। তার বাবা জসিম উদ্দিন।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতেই নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন আসামি রয়েছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *