নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুরের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬) মারা গেছে।
স্থানীয়রা জানান, দুই বোন সকালে এক সঙ্গে ঘরের পাশের পুকুরে মুখ ধোয়ার জন্য গেলে, পুকুর ঘাটে একটি শামুক দেখতে পায়। এ সময় বড় বোন সেই শামুক ধরতে গিয়ে পানিতে পড়লে ছোট বোনও তাকে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাদেরকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, ‘পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’