জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এরআগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত নুসরাতের জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন জানিয়েছিলেন,
তারা অভিনেত্রীর জামিন চেয়ে ‘স্পেশাল পুটআপ’ জমা দিলে আদালত শুনানি শেষে তাকে পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছে।
রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ।
ডিবি পুলিশ পরদিন সোমবার সকালে নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হলে শুনানি শেষে বিচারক নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
বিমানবন্দর থেকে নুসরাতকে আটকের পর তাকে হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে।
তার গ্রেপ্তারের ঘটনা বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়।
নুসরাত গ্রেপ্তারের পর পরই সাংস্কৃতিক উপদেষ্টা ফেসবুক পোস্টে একে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ছবিটি।