জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানি ও ভয় দেখানোর অভিযোগ নিয়ে মুখ খুলেছেন নীলা ইস্রাফিল। এনসিপির বহুল আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল নীরবতা ভেঙে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তুলে ধরেছেন নিজের অবস্থান। শ্বশুর সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগ নিয়েও কথা বলেছেন তিনি।
কীভাবে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এমনকি দেশের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের বিরুদ্ধেও- তা উল্লেখ করে নীলা নিজেকে ‘একজন যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন। কেউ তার পাশে না দাঁড়ালেও তিনি একাই লড়াই চালিয়ে যাবেন বলে জানান।

তিনি বলেন, ‘আমি সবসময় অস্বস্তি বোধ করতাম ও আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রাখতে বলতাম।’
তবে, নীলা তুষারের বিষয়টি সহ্য করতে থাকেন, রাজনৈতিক দল হিসেবে এনসিপির নতুন যাত্রা যওয়ার কারণে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন।
পরে, যখন তুষারের সঙ্গে আলোচনা করার জন্য গোয়েন্দা শাখা যোগাযোগ করে, তখন তিনি দাবি করেন, ‘আমি তার বান্ধবী’।


নীলা তুষারকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আমার কোন মনোভাব বা আচরণে কি এমন কিছু ছিল, যা আমাকে এই ধরনের প্রস্তাব গ্রহণের মতো মনে হয়েছিল?
তিনি (তুষার) আমার পেশাগত জীবনকে প্রভাবিত করতে শুরু করেন। একই সঙ্গে সহকর্মীদের আমার কাছ থেকে দূরে থাকতে বলেন। তিনি আমাকে এনসিপি, সাংস্কৃতিক সেল, নারী শাখা ও মহানগর কমিটি থেকে বাদ দেওয়ার কাজও করেছিলেন।’
নীলা তার পোস্টে আরও লেখেন, ‘ঈদের রাতে, আমি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে তাকে জানাই। তিনি দলীয় শৃঙ্খলার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। একই সঙ্গে শাহরিয়ার ও নিজামকে বিষয়টি অবহিত করেন।’
‘পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অডিওটি ফাঁস হয়ে গেছে এবং ভাইরাল হয়েছে। এরপর যে মিডিয়া ট্রায়াল হয়েছিল তাতে দেখা গেছে যে আমার নারী সহকর্মীরাও আমার পাশে দাঁড়াতেন না,’ যোগ করেন নীলা
তিনি আরও বলেন, ‘কিন্তু আমার সহকর্মীরা উপলব্ধি করতে পারেন না। যদি তুষার আমার মতো একজন নারীকে যৌন হয়রানি ও দমিয়ে রাখতে পারেন, তবে তার কছে কেউই আর নিরাপদ নয়।
তার (তুষার) কারণে, এখন এনসিপির সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি অভ্যন্তরীণভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন, কিন্তু কোন লাভ হয়নি, যোগ করেন নীলা।
এটা আমার শেষ বক্তব্য। আমি আর কিছু বলব না। যা বাকি আছে, আমি তদন্ত কমিটিকে বলব। ‘আমি সামনে এগিয়ে যেতে চাই’ বলেই শেষ করেন নীলা।
