নিষিদ্ধ দল নিয়ে পুলিশকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ

টাইমস রিপোর্ট
1 Min Read
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আওয়ামী লীগের নাম উল্লেখ না করেই তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও সেবা প্রদানে ‘সর্বোচ্চ পেশাদারিত্বের’ সাথে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ আইন ও বিধি দ্বারা পরিচালিত একটি সুশৃংঙ্খল বাহিনী। পেশাগত দায়িত্ব পালনকালে পোশাকে, উপস্থাপনায়, সেবায় এবং দৃঢ়তায় নিজেদের  অনন্য  উচ্চতায় তুলে ধরতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অপেশাদার আচরণ ও শিথিলতা প্রদর্শন করার বিন্দুমাত্র সুযোগ নেই। মানুষের সাথে আচরণে বিনয়ী হতে হবে।’

তিনি নির্দেশনা দিয়ে আরো বলেন, ‘প্রতিটি থানায় আলাদা আলাদা টিম করে তদন্ত, মাদক, চোরাইমাল উদ্ধারে কাজ করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে আরও বেশি তৎপর হতে হবে, আরও বাড়াতে হবে মামলা নিষ্পত্তির হার।’

সভায় এপ্রিল মাসে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন পুলিশ কমিশনার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *