নিশোর ‘দাগি’ দেখতে কয়েদির পোশাকে ভক্ত

admin
By admin
3 Min Read
‘দাগি’র ব্যানার নিয়ে এসকেএস টাওয়ারে আফরান নিশোর ভক্তরা । ছবি: আলফা-আই স্টুডিওজ
Highlights
  • বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আগামী ২৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে দেখা যাবে ‘দাগি’। নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিসকো, আটলান্টা, ডালাস, কানেক্টিকাট, ফিনিক্স, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমা সিটিসহ বেশ কয়েকটি শহরে চালানো হবে ছবিটি। এরপর ২ মে থেকে আরো ১৩টি শহরে মুক্তি পাবে এটি। এরমধ্যে থাকছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মায়ামি, সান দিয়েগোসহ কিছু শহর।

‘দাগি’ চলচ্চিত্রে ৭৮৬ নম্বর কয়েদি নিশান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। কিছুদিন আগে ছবিটির সংবাদ সম্মেলনে হাতকড়া পরে কয়েদির পোশাকে হাজির হয়ে চমকে দেন এই তারকা। তাই স্বপ্রণোদিত হয়ে কয়েদিদের পোশাকের মতো দেখতে টি-শার্ট পরে ‘দাগি’ দেখলেন তার শতাধিক ভক্ত। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকার মহাখালীতে স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় সমবেত হন তারা।

আলফা আই স্টুডিওসের কমিউনিকেশন ম্যানেজার সাকিব সৌখিন জানান, ‘নিশানের ফাঁসি চাই’, ‘দাগি, দাগি’ স্লোগান দিয়ে ভক্তরা মিছিল করে এসকেএস টাওয়ারে আসেন। সবার টি-শার্টের পেছনে লেখা ‘দাগি’। তাদের উৎসাহ দিতে ছবির কলাকুশলীরা স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হয়েছে।

‘দাগি’র দৃশ্যে তমা মির্জা, আফরান নিশো ও সুনেরাহ বিনতে কামাল। ছবি: চরকি

ঈদুল ফিতর উপলক্ষে গত ৩১ মার্চ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় শিহান শাহীন পরিচালিত ‘দাগি’। এখনও বড় পর্দায় দাপট দেখাচ্ছে ছবিটি। এর মধ্য দিয়ে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’র পর এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। ‘ছুয়ে দিলে মন’ মুক্তির ১৫ বছর পর আবারও বড় পর্দার জন্য কাজ করলেন শিহান শাহীন।

এদিকে গত ১২ এপ্রিল পথ প্রোডাকশনসের পরিবেশনায় অস্ট্রেলিয়ায় মুক্তির পর থেকে দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে ‘দাগি’। সিডনিতে প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। বিভিন্ন দৃশ্যে আবেগাপ্লুত হয়েছেন প্রবাসী বাংলাদেশি দর্শকরা। নিশানসহ অন্যান্য চরিত্রের আবেগে মনের অজান্তেই অনেকের চোখে পানি জমেছে। বিশেষ করে নিশোর অভিনয়ে অভিভূত সবাই।

‘দাগি’র দৃশ্যে আফরান নিশো । ছবি: চরকি

বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আগামী ২৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে দেখা যাবে ‘দাগি’। নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিসকো, আটলান্টা, ডালাস, কানেক্টিকাট, ফিনিক্স, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমা সিটিসহ বেশ কয়েকটি শহরে চালানো হবে ছবিটি। এরপর ২ মে থেকে আরো ১৩টি শহরে মুক্তি পাবে এটি। এরমধ্যে থাকছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মায়ামি, সান দিয়েগোসহ কিছু শহর।

এছাড়া মে মাসের প্রথম সপ্তাহ থেকে ‘দাগি’ দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরো বিভিন্ন দেশে। ঈগল এন্টারটেইনমেন্টের পরিবেশনায় নিউজিল্যান্ডে শিগগিরই মুক্তি পাবে ছবিটি।

‘দাগি’র পোস্টারে আফরান নিশো । ছবি: চরকি

‘দাগি’তে আফরান নিশোর সঙ্গে জেরিন চরিত্রে জুটি বেঁধেছেন তমা মির্জা। ‘সুড়ঙ্গ’র পর ‘দাগি’র মাধ্যমে দুই বছর পর আবারও একফ্রেমে ধরা দিলেন তারা। ছবিটির গল্পে দেখা যায়, নিশান-জেরিন জুটির ভালোবাসা, বিরহ ও অনুশোচনার গল্প। তাদের অভিনয় নিয়ে প্রশংসা করেছেন সবশ্রেণির দর্শক।

এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি যৌথভাবে প্রযোজনা করেছে ‘দাগি’। এতে আরো অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, মিলি বাশারসহ অনেকে। সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় এর শুটিং হয়েছে।

‘দাগি’র টাইটেল ট্র্যাক গেয়েছেন আফরান নিশো। এর সুর ও সংগীতায়োজন করেছেন ও কিছু অংশে কণ্ঠ দিয়েছেন আরাফাত মহসীন নিধি। সাদাত হোসাইনের কথা, সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে ‘একটুখানি মন’ গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। ‘নিয়ে যাবে কি’ নিজের সুরে গেয়েছেন জেফার রহমান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *