নিয়মের বাধায় আটকে গেল এক নারী শিক্ষার্থীর প্রথম দিনের এইচএসসি পরীক্ষা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর কান্নার ভিডিও ভাইরাল হয়।
রাজধানীর মিরপুরের ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আয়েশা পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।
আয়েশার সঙ্গে আসা তার খালা গণমাধ্যমকে জানান, আয়েশার বাবা নেই ও বৃহস্পতিবার সকালেই তার মা স্ট্রোক করেছেন। মা অসুস্থ হয়ে পড়ায় আয়েশার পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়।
পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে মেয়েটিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, শিক্ষার্থীর মা সকালে স্ট্রোক করেন। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্রে।
কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে তিনি প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি তিনি।
এদিন দেশব্যাপী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এদিন সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।