দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল করা হয়েছে।
ঢাকাসহ ১৯ জেলায় ৪১ জন জেলা জজসহ জেলা আদালতের ২৩০ বিচারককে বদলি করা হয়েছে।
সোমবার আইন মন্ত্রণালয়ের জারি করা চারটি আলাদা প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়েছে।
বদলি হওয়া বিচারকদের মধ্যে ৪০ জন জেলা জজ, ৫৩ জন অতিরিক্ত জেলা জজ, ৪০ জন যুগ্ম জেলা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী ও সহকারী জজ।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে নিম্ন আদালতের এই বিচারকদের বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বদলি করা জেলা ও দায়রা জজদের আগামী বৃহস্পতিবারের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
এর আগে গত ৩ জুন বিচার বিভাগে আরেক দফা রদবদল করা হয়েছিল। সেই দফায় নিম্ন আদালতের ২৬৫ জন বিচারককে বদলি ও পদোন্নতি দেওয়া হয়। এছাড়া গত বছরের ৭ সেপ্টেম্বরও নিম্ন আদালতের ২৪৪ বিচারককে বদলি ও পদোন্নতি দেওয়া হয়েছিল।