নাটোর জেলা বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) আহ্বায়ক ও ক্লিনিক মালিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমিরুল ইসলামের ‘গলাকাটা’ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে এলাকায় অবস্থিত তার নিজ হাসপাতাল ‘জনসেবা’ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও হাসপাতাল কর্মচারীরা জানান, সকালে হাসপাতালের কর্মচারীরা ডা. আমিরুল ইসলামের কক্ষে গেলে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। দুপুর পর্যন্ত সাড়া না পাওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সদর থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরই মধ্যে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি ওই রুমেই ঘুমিয়েছিলেন। রাতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।