নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা

টাইমস রিপোর্ট
1 Min Read

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর রোববার রাতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হেনস্তার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এক বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শফিকুল আলম বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের মূল স্তম্ভ হলেও এগুলোর ব্যবহার অবশ্যই দায়িত্ব এবং সম্মানের সাথে হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের আচরণের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের মধ্যে সন্ত্রাসী ও সহিংসতার ধারাবাহিকতা পুনরায় প্রকাশিত হয়েছে, যা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।’

প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট ভাষায় বলেন, ‘প্রতিবাদে সহিংসতা এবং ত্রাস সৃষ্টি কখনোই গণতন্ত্রের অংশ হতে পারে না। আমরা সবার প্রতি আহ্বান জানাই, সম্মানজনক ও, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান।’

‘বাংলাদেশে আন্দোলনের শক্তি কখনও উগ্রতায় নয়, বরং শৃঙ্খলা, মর্যাদা ও দায়িত্বের মধ্য দিয়ে পরিমাপ করা হয়। আমাদের অতীতের শিক্ষাগুলো থেকে আমরা শিখে, ভবিষ্যতে সহিংসতা ও উস্কানি পরিহার করতে হবে,’ বলেন তিনি।

ভিন্ন একটি সূত্র জানিয়েছে, সেদিন একদল লোক ‘জয় বাংলা’, ‘জয় আওয়ামী লীগ’ স্লোগান দিয়ে উপদেষ্টার ওপর হামলার চেষ্টা করেন। তার ডিম ছুড়ে মারেন ও সে সময় ধাক্কাধাক্কিতে কনস্যুলেটের কাঁচ ভেঙে যায়। এ সময় কড়া নিরাপত্তায় উপদেষ্টা মাহফুজকে সরিয়ে নেওয়া হয়।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *