‘নর্থইস্ট নিউজের’ ভুয়া খবরের প্রতিবাদ জানাল বাংলাদেশ সেনাবাহিনী

টাইমস রিপোর্ট
1 Min Read
Highlights
  • 'এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা',

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম ‘নর্থইস্ট নিউজ’-এর ‘মিথ্যা সংবাদের’ প্রতিবাদ করেছে বাংলাদেশ সেনা বাহিনী।

সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, ‘ভারতীয় গণমাধ্যম ”নর্থইস্ট নিউজ” কর্তৃক প্রকাশিত ”কক্সবাজার থেকে বান্দরবান এলাকাকে বাংলাদেশের সামরিক জোন ঘোষণা” শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

‘এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা’, উল্লেখ করা হয় এতে।

সেনাবাহিনীর প্রতিবাদপত্রে আরো বলা হয়, ‘প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী ”সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে” —এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা একেবারে ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।’

এতে জানানো হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপস করেনি, আর ভবিষ্যতেও করবে না।’

‘এ ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না; এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ’, যোগ করা হয় এতে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *