অলোচিত অভিনেত্রী রুনা খান নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। আলী জুলফিকার জাহেদী পরিচালিত ছবিটির নাম ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। ছবিটিতে তিনি একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন।
খবরটি নিশ্চিত করে রুনা বলেন, ‘ছবিটির গল্প ও চিত্রনাট্য পড়ে আমার ভালো লেগেছে। একজন শিল্পী হিসেবে, আমি বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই, বিশেষ করে যাতে বাস্তবতার প্রতিফলন রয়েছে। এই চরিত্রটি সে সুযোগ এনে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মানুষজন সিনেমার নায়িকাদেরকে পর্দার বাইরের জীবন সম্পর্কে বেশ আগ্রহী থাকে। কারণ এ সম্পর্কে তারা খুব একটা জানতে পারেন না। পর্দায় আমাদের ব্যক্তিজীবন খুব একটা উঠে না আসলেও আমাদেরও আলাদা একটা জীবন রয়েছে। এ ছবিতে তা উঠে আসবে।’
‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র শুটিং শুরু হবে এ শীতে। তবে প্রস্তুতির কারণে শুটিংয়ে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন পরিচালক।
এ ছবিটি ছাড়া রুনা খানের হাতে রয়েছে মাসুদ পাঠকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’। ছবিগুলো খুব শিগগিরই মুক্তি পাবে।