ধানমন্ডি ৩২-এ কঠোর নিরাপত্তা, দুইজনকে থানায় সোপর্দ

টাইমস রিপোর্ট
1 Min Read
আওয়ামী লীগের কর্মী সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে দলবদ্ধ পিটুনির শিকার ২ জন। ছবি: টিভি থেকে নেওয়া

আওয়ামী লীগের কর্মী সন্দেহে দুইজনকে পিটুনি দিয়ে থানায় হস্তান্তর করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ অথবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সন্দেহে ছাত্র-জনতা দুইজনকে থানায় সোপর্দ করেছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।’

তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এদিকে ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশপাশি চেকপোস্টে নিরাপত্তা তল্লাশি বাড়ানো হয়।

ক্যশৈন্যু মারমা বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে—এমন আশঙ্কা থেকে আমরা সতর্ক অবস্থায় আছি।’

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যেকোনো ‘নাশকতা’ ঠেকাতে পুলিশের পাশাপাশি অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

এছাড়া, ‘রাষ্ট্র সচেতন নাগরিক’ ব্যানারে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়ে তিন দফা দাবি জানান কয়েকজন। তাদের দাবি–রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য মুজিবের মরণোত্তর বিচার, শেখ হাসিনাকে নিকৃষ্ট শাসক ঘোষণা ও তার ফ্যাসিবাদী চরিত্র পাঠ্যপুস্তকে লিপিবব্ধ করা।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ সার্বিক দেখভাল করতে ‘জুলাই-আগস্ট অধিদপ্তর’ প্রতিষ্ঠারও দাবি করে সংগঠনটি।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *