অযৌক্তিক দাবি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়াররা বলে অভিযোগ করেছেন কারিগরি শিক্ষার্থীরা।
বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের প্রধান বিভাগীয় সমন্বয়কারী মাসফিক ইসলাম বলেন, রাষ্ট্র আমাদের উপ-সহকারী প্রকৌশলী পদের পদমর্যাদা দিয়েছে। এই মীমাংসিত বিষয়টি বিএসসি ইঞ্জিনিয়ারদের আন্দোলনের মাধ্যমে অস্বীকার করা সংবিধানবিরোধী।
বিধি লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড করে রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইলে কারিগরি শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানাবে।
বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবি হলো-ইঞ্জিনিয়ার নবম গ্রেড সম্মান পদে প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, টেকনিক্যাল দশম গ্রেড সম্মান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে যাদের ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবাইকে সমান পরীক্ষার সুযোগ পান, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে পারবেন না এজন্য আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।
বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির প্রতিবাদে এ কথা বলেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রধান বিভাগীয় সমন্বয়কারী মাসফিক ইসলাম।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি জুবায়ের পাটোয়ার বলেন, ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশে কাজ করার পাশাপাশি দেশের বাইরে কাজ করে রেমিট্যান্স অবদান রাখছে। তাদের কাজের অদক্ষতার কোনো প্রমান নেই।’
বিএসসি ইঞ্জিনিয়াররা কর্মবিরতি দিলেও দেশ চালানোর দক্ষতা রাখেন তারা।