টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা হিসেবে একটা সময় ব্যস্ত দিন পার করেছেন তৌকীর আহমেদ। সুনাম কুড়িয়েছেন নির্মাতা হিসেবেও। চলচ্চিত্র নির্মাণ করে একাধিকবার সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে অভিনয় খুব একটা না করলেও নাটক, চলচ্চিত্র নির্মাণেই বেশি সময় দিচ্ছেন। সচরাচর টিভি অনুষ্ঠানেও দেখা যায় না তাকে। দীর্ঘদিন পর একটি টিভি অনুষ্ঠানে আসছেন তিনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে তাকে। এ অনুষ্ঠানে নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবনের অনেক কথা বলবেন তিনি, যা আগে কখনো বলেননি। ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালো-মন্দ নানারকম অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্য-ব্যর্থতার কথাও বলবেন। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় নাটক, চলচ্চিত্রের ক্লিপিংসও দেখানো হবে।
রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী মৌ। প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।