দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

টাইমস রিপোর্ট
1 Min Read
মোটরসাইকেল দুর্ঘটনা। ছবি: ফাইল ছবি

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে দুর্ঘটনা দু’টি ঘটে।

জেলার ফুলবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী এবং নবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর শিবনগরের রাজারামপুরের ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক এবং এক আরোহী নিহত হয়েছেন।

নিহত চালক আব্দুল মোতালেব (২৭) দিনাজপুরের কাহারোল উপজেলার জয়রামপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। আরোহী সাজু ইসলাম (৩৩) একই উপজেলার জগন্নাথপুরের আনারুল ইসলামের ছেলে।

আব্দুল মোতালেব ঢাকায় বাইক রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করতেন। তারা মোটরসাইকেলে চড়ে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানান এসআই ফরিদুল ইসলাম।

এর আগে, গতকাল দিবাগত মধ্যরাতে একই মহাসড়কের নবাবগঞ্জের ভাদুরিয়ার বাজিতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে চালক আল-আমিন আলম নিহত হন।

এ ঘটনায় নবাবগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনাস্থলে একটি সেতুর নির্মাণকাজের জন্য সড়কের একপাশ বন্ধ রয়েছে। অপর পাশের সংকীর্ণ জায়গা দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থার মধ্যে একইপথমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় আরেকটি একটি ট্রাক। এতে চালক আল-আমিন আলম ঘটনাস্থলে নিহত হন।

আল-আমিন দিনাজপুরের পাবর্তীপুরের চণ্ডীপুর পাঠানপাড়ার হায়দার আলীর ছেলে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *