দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

টাইমস ন্যাশনাল
1 Min Read
বহিষ্কৃত বিএনপি নেতা নাহিদুজ্জামান নিশাত।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাতকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক জানান, তিনি বহিষ্কারের চিঠি হাতে পেয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ থাকায় নিশাতকে দলীয় পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপিসহ জোটভুক্ত দলগুলো ভোট বর্জন করলেও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আপেল প্রতীক নিয়ে অংশ নেন নিশাত।

স্থানীয়রা নেতাকর্মীরা জানিয়েছেন, ওই নির্বাচনের আগে বিএনপির রাজনীতিতে তাকে দেখা যায়নি। তবে গত বছরের ৫ আগস্ট হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং জেলা সহসভাপতির পদ বাগিয়ে নেন।

তাদের অভিযোগ, তিনি টাকার জোরে গাইবান্ধা-৫ আসনের নির্যাতিত নেতাকর্মীদের কোনঠাসা করে ফেলেন। তার কারণে ওই এলাকায় বিএনপির মধ্যে গ্রুপিং আরও তীব্র হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *