তিন দাবিতে মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

টাইমস ন্যাশনাল
1 Min Read
রোববার দুপুরে মূল গেটের সামনের মহাসড়ক করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: টাইমস

অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিতের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

রোববার দুপুরে ববির মূল গেটের সামনের মহাসড়ক করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে জট দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ৩০ মিনিট মহাসড়ক অবরোধ থাকায় কুয়াকা-বরিশাল-ঢাকা মহাসড়াকের কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষার্থীরা।

তারা বলেন, একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরে প্রায় ২৫ দিন ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি করে থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোনো প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেনি। ফলে তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, ‘আবাসন, পাঠদান কক্ষ, শিক্ষক, পরিবহণ ও গ্রন্থাগারে বইয়ের সংকট প্রকট। এর মধ্যে বেশি ভোগাচ্ছে শ্রেণিকক্ষ সংকট।’

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *