চলতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহের ভেতরেই ঢাকাসহ চার বিভাগে পূর্বাভাসের খবর জানাল আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত থাকবে শুষ্ক।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরো বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙামাটি—এই সাতটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এপ্রিলে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি মাত্রার এবং এক থেকে দু’টি তীব্র তাপপ্রবাহ হতে পারে।
তাপমাত্রা ৩৬°সে. থেকে ৩৮.৯°সে-এর মধ্যে থাকলে ‘মৃদু’, ৩৯°সে. থেকে ৪০.৯°সে. হলে ‘মাঝারি’ এবং ৪১°সে. থেকে ৪২.৯°সে. হলে ‘তীব্র তাপপ্রবাহ’ বলা হয়।
এ মাসের আবহাওয়ার পূর্বাভাসে বঙ্গোপসাগরে এক বা দু’টি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। পাশাপাশি অন্তত একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মোংলায়, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় রংপুরের ডিমলা উপজেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪ মিলিমিটার।
এ দিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং রোববার সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিটে।