দেশে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তায় জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) এবং কোথাও অতি ভারী (৮৮ মিমি এর বেশি) বর্ষণ হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া ভারী বর্ষণের ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিভাগ সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের জনগণকে ভূমিধসের ঝুঁকি বিবেচনায় রেখে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।