ঢাকার পথে খালেদা জিয়া

টাইমস রিপোর্ট
2 Min Read
বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশের পথে খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরতে সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। পথে কাতারের দোহায় তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স যাত্রাবিরতি দেবে। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় পৌঁছাবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন তার সঙ্গে রয়েছেন। তিনি হিথ্রো বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আনুষ্ঠানিকতা শেষ করে কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার ক্রাফট যাত্রা শুরু করবে লন্ডনের স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে। ম্যাডামকে নিয়ে
আমরা মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছে যাবো, ইনশাআল্লাহ।’

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া, তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ

লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি বেলা ২টা ২০ মিনিটের দিকে হিথরো বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মা’কে বিমানবন্দরে নিয়ে যান। এ সময় গাড়ির পেছনের সিটে বসে ছিলেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

এদিকে, বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে সোমবার সকাল থেকেই লন্ডনে জড়ো হতে থাকেন ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা বিএনপি’র নেতাকর্মীরা। বিরূপ আবহাওয়া উপেক্ষা করেই তারা হিথ্রো বিমানবন্দরে জমায়েত হন। নিরাপত্তা ইস্যুর কারণে দেখা হবে না জেনেও তারা সেখানে আসেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত চার মাস ধরে লন্ডনে উন্নত চিকিৎসা শেষ করে কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন।

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কাতারের দোহায় যাত্রাবিরতি দেবে। এরপর মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের কথা রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *