ঢাকায় ৪ দিনব্যাপী সাউথ এশিয়া ট্রেড ফেয়ার

টাইমস রিপোর্ট
2 Min Read
ঢাকায় চার দিনব্যাপী সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫ এর উদ্বোধন। ছবি: টাইমস

ঢাকায় শুরু হলো চার দিনব্যাপী সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫।

বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

এবারের মেলায় সার্কভুক্ত দেশের অংশগ্রহণকারীরা তুলে ধরছেন- ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রনিকস, কসমেটিকস, জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্স এবং কিচেনওয়্যারসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও সেবা।

মেলা উদ্বোধন করে মাহবুবুর রহমান বলেন, ‘এই মেলা দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নতুন নতুন ধারণা, জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞতা আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আশা করছি, এটি আমাদের আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যান্য অর্থনৈতিক জোট গঠিত হয়েছে নিজেদের মধ্যে প্রতিবন্ধকতা দূর করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য। দক্ষিণ এশিয়ায় আমরা এখনও সেই প্র্যাকটিস শুরু করতে পারিনি।’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

এ ধরনের বাণিজ্য মেলা শুধু দ্বিপাক্ষিক উদ্যোগে আয়োজন না করে, দুবাইয়ের মতো বড় শহরগুলোতে আয়োজন করার পরামর্শ দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান হাসান আরিফ। এ সময় তিনি স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ও সেবাগুলোর ব্র্যান্ডিং এবং মেলা আয়োজনের ব্যাপারে ইপিবির পরিকল্পনা তুলে ধরেন।

চার দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই), দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যময় সম্পদ, কাঁচামাল এবং জনশক্তির কথা তুলে ধরেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম। তিনি বলেন, ‘বিশ্ব বাণিজ্য দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করেছে। আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের আরও সাংগঠনিকভাবে কাজ করতে হবে। আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে জোরদার করতে সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ীদের একত্রে কাজ করতে হবে ।’

এফবিসিসিআইয়ের মহাসচিব মোহাম্মদ আলমগীর আঞ্চলিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার আহ্বান জানান। তিনি বলেন, বাণিজ্য বাধা দূর এবং নিজেদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দক্ষিণ এশিয়াকে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লক হিসেবে গড়ে তোলা সম্ভব।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *