ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান

টাইমস রিপোর্ট
3 Min Read
ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান। ছবি: টাইমস

বহুল আলোচিত ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। চার বছর আগে ‘পরীমনি কান্ডে’ আলোচনায় আসা ক্লাবটির বিরুদ্ধে তুরাগ নদীর জায়গা দখলের অভিযোগ রয়েছে।

বুধবার দুপুরে ক্লাবের সামনের অংশে উচ্ছেদ হলেও বোট ক্লাবের মূল অংশ রয়েছে অক্ষত।

ঢাকা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, ‘সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণ করা জমির মধ্যে পৌনে ১১ একর জায়গা অবৈধভাবে দখল করেছে ঢাকা বোট ক্লাব লিমিটেড। তারা সেখানে নানা রকম স্থাপনা গড়ে তুলেছে, সেগুলো উচ্ছেদ করা হয়েছে।’

তিনি অভিযোগ করেন, ঢাকা বোট ক্লাব লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে বাপাউবো বড়কাকর মৌজায় ০.৫৫ একর জমি ব্যবহারের অনুমতি দিয়েছিল। কিন্তু তারা অতিরিক্ত ১০.৭৩১৫ একর জমি অবৈধভাবে নিজেদের সীমানা প্রাচীরের ভেতরে অন্তর্ভুক্ত করেছে।

জানা যায়, নদীর সীমানার ২০০ গজের মধ্যে স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ক্লাবটি গড়ে উঠেছে তুরাগ নদীর জমি দখল করে। এ বিষয়ে গত ২৮ জানুয়ারি বোট ক্লাব কর্তৃপক্ষকে জমি ছেড়ে দিতে অনুরোধ জানায় বাপাউবো। কিন্তু তারা তা করেনি।

এ বিষয়ে ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট নাসির উদ্দিন মাহমুদ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ক্লাবের মোট জমি ছিল ২৭ বিঘা, এরমধ্যে বিআইডাব্লিউটিএ নিয়েছে ১৪ বিঘা। এখন আছে ১২ বিঘার কিছু বেশি। বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড ক্লাবের আর্চওয়ে, দুটি ল্যাম্পপোষ্ট, একটি স্ট্যাচু এবং একটি ফোয়ারা ভেঙে দিয়েছে। তবে মূল ভবন অক্ষত আছে। ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের আর কোনো জমি নেই। ‘

তিনি বলেন, বোট ক্লাবের আশপাশে ব্যাপক উচ্ছেদ করা হয়েছে। থাকলে তারা উচ্ছেদ করতো। নাসির উদ্দিন দাবি করেছেন, বেনজীর আহমেদ ঢাকা বোট ক্লাব থেকে প্রায় ৩২ কোটি টাকার অনিয়ম করেছেন। বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অপরাধে তার সদস্যপদ বাতিল করা হয়েছে।

নাসির উদ্দিন মাহমুদ জানান, গতবছরের ২১ সেপ্টেম্বর প্রথবারের মতো হওয়া নির্বাচনে তিনি বোট ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন। এর আগে অনির্বাচিত প্রেসিডেন্ট বেনজীর আহমেদ প্রায় ৩২ কোটি টাকার অনিয়ম করেছেন। বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অপরাধে তার সদস্যপদ বাতিল করা হয়েছে।

ঢাকা বোট ক্লাবের একাংশে উচ্ছেদ অভিযান। ছবি: টাইমস

২০১৪ সালে তুরাগ নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয় ঢাকা বোট ক্লাব। নদীর তীর ঘেষা এ ক্লাবে সন্ধ্যার পর ভিন্ন পরিবেশ তৈরি হয় বলে শুরু থেকে অভিযোগ ছিল। মাদকের আসর ছাড়াও অসামাজিক নানা কর্মে আলোচনায় আসে ক্লাবটি।

২০২১ সালের ৯ জুন গভীর রাতে এই ক্লাবে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে নিয়ে একটি ঘটনার জেরে দেশব্যাপী তোলপাড় হয়। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে তখন ক্লাবের সহ সভাপতি নাসির উদ্দিন মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তখনকার মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ক্লাবের সভাপতি থাকায় ঘটনা তখন ভিন্নদিকে মোড় নেয়। বর্তমানে সেই নাসির উদ্দিন হয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট। আর বহিস্কার করা হয়েছে বেনজীর আহমেদকে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *